• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

রাস্তায় বালু সরবরাহের পাইপ, ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

জেলার কামারখন্দে বালু সরবরাহের জন্য জনসাধারণের যাতায়াতের সড়কে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে ভদ্রঘাট ইউনিয়নের ঝাটিবেলাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইউসুফ আলী জেলার শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খনন প্রকল্পের উত্তোলিত বালু সরবরাহের জন্য সড়কের ওপর পাইপ বসিয়ে রাস্তার পাশেই স্তূপ করে রাখে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে রাস্তায় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আজ (সোমবার) দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কের ওপর থেকে পাইপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ