ধুলোবালি, বায়ু দূষণ সবকিছু ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে। সঠিক যত্ন না নিলে জৌলুস হারাতে পারে ত্বক। কম বয়সে দেখা দিতে পারে বলিরেখাও।
ত্বক পরিষ্কার রাখতে নানা ধরনের ফেসিয়াল করান নারীরা। তবে পার্লারে গিয়েই যে এমন কিছু করতে হবে তা কিন্তু নয়। ঘরে বসেই ডায়মন্ড ফেসিয়াল করতে পারেন যেকোনো। হারিয়ে ফেলা ঔজ্জ্বল্য ফিরে আসবে দ্রুত।
যা যা লাগবে
চিয়া সিডস, দুধ ,মধু, চালের গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল
কীভাবে তৈরি করবেন?
১ চামচ চিয়া সিডস দুধে ভিজিয়ে রাখুন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করুন। এতে যোগ করুন মধু, চালের গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
ব্যবহার করবেন যেভাবে
কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুখ মুছে তৈরি করা ফেসপ্যাক মুখে লাগান। হালকা হাতে দশ মিনিট ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করুন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে পরিষ্কার পরে নিন মুখে মাখা ফেসপ্যাক।
প্যাক ভালো করে পরিষ্কার করে স্কিনের সঙ্গে মানানসই টোনার লাগিয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগান। শীতের এই সময়ে ত্বকে আর্দ্রতা আনবে দুধ, মধু। অন্যদিকে চিয়া সিডস ত্বকে আনবে ঔজ্জ্বল্য।