মার্টফোনে থাকা আইকনগুলো পরিবর্তন করতে চান অনেকেই। কিন্তু এর উপায় জানানেই! যারা এর উপায় সম্পর্কে জানেন না তাদের জন্য রয়েছে অ্যাপের সুবিধা। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে থাকা আইকনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। অ্যাপটির নাম ‘অডাপ্টআইকনস’।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। অথবা আপনি এই ঠিকানা থেকেও ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটি ফ্রি হলেও সম্পূর্ণ ফ্রি না। কিছু আইকন ডিজাইন টাকা খরচ করে কিনতে হয় এখান থেকে। যেগুলো ব্যবহার করতে হলে ১ ডলার পরিশোধ করার প্রয়োজন হয়।