বাগেরহাট প্রতিনিধি॥
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মঞ্জুরুল আহসান খান বলেছেন সারা দুনিয়ায় সমাজতন্দ্র প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত কৃষক শ্রমিক মেহনতি মানুষের আন্দোলন চলবে। কোন পার্টি বা সরকারের নির্দেশে জোর করে মেহনতি মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। নদী, খাল, বনাঞ্চল সমুদ্রসহ প্রকৃতিকে ধ্বংসকারী পুঁজিবাদ ও ধনীক শ্রেনীর সাথে শ্রমিকদের লড়াই অব্যাহত রাখতে সারা দুনিয়ার ন্যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও রুশ বিপ¬বের শতবর্ষ পুর্তি উদযাপন করা হচ্ছে। এটাই সমাজতন্ত্রের সফলতা। রুশ সমাজতান্ত্রিক বিপ¬বে’র ১০০ বছর পুর্তিতে অক্টোবর বিপ¬ব মাস উযযাপন জাতীয় কমিটি’র বাগেরহাট জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিকালে সমাপনি দিনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি রুশ বিপ¬বের ইতিহাস বলতে গিয়ে দুনিয়ার সকল সমাজতান্দ্রিক দেশের আন্দোলন সংগ্রামের কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া ও কিউবা’র অবদানের কথা বলতে গিয়ে বলেন রাশিয়া যখন সম্মতি দিল তখনই ভারত বাংলাদেশ কে সহযোগীতার জন্য ঝাঁপিয়ে পড়ল। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো। আর বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী সেখ হাসিনা খুনি মোস্তাকের অনুসারীসহ আমলাদের কারনে কুশাসন শুরু করেছে। যা আগামীতে দেশের জন্য খুবই ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে। এর মধ্যেও শহীদ ও প্রয়াত কমরেডদের স্বপ্ন বাস্তাবায়নে মেহনতি মানুষের অধিকারের লড়াই জোরদার করতে হবে। উযযাপন কমিটি’র সভাপতি অধ্যাপক চৌধুরী আঃ রবে’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিবি’র বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডঃ তুষার কান্তি বসু, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সভাপতি অ্যাডঃ ডাকুয়া মুনসুর আলী, ওয়ার্কাস পার্টির সেক্রেটারী তুষার কান্তি দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নজরুল ইসলাম মেঝ দা প্রমূখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবি’র জেলা সাধারন সম্পাদক ফরুরুখ হাসান জুয়েল। এর আগে শত শত নারী-পুরুষের সমন্বয়ে একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিন করে।