• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ মে, ২০২৪
সংগৃহীত

দীর্ঘ ৫ মাস পর বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নোটিফিকেশন আজ শনিবার জারি করেছে। এতে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার।

এদিকে ভারত সরকার পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় পেঁয়াজ আমদানিতে আবারো প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আগামী দুই-এক দিনের মধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও মনে করেন তারা।

সবশেষ গত ৭ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর সঙ্কটের অজুহাতে গত ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেন দেয় ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ