চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
সারাদেশের ন্যায় ভোলাহাটেও “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৪৬’তম সমবায় দিবস ২০১৭ ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজ হাসানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ডাঃ মোঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আশরাফুল হক চুনু, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব আবুল কাসেম মন্ডল। আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার এবং সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা ইউসিসিএ লিঃ এর ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমবায়ী বিএম রুবেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মওদুদ ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রেজাউল করিমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ।