উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কচুয়া সঞ্চয় সমবায় সমিতির সেরা সমবায়ী পুরস্কার পেয়েছে। জাতীয় সমবায় দিবস শনিবারে সেরা নির্বাচিত করে প্রতিষ্ঠান প্রধান মোঃ আবুল কালাম আজাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ প্রমুখ। উল্লাপাড়ায় দিবসটি পালনে র্যালি অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।