ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে ডাল, তেল ও পিঁয়াজ প্রকল্পের আওতায় প্রদর্শনী চাষীদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন। পরে অতিথিরা একশ জন কৃষক ও কৃষানীদের মাঝে সরিষা, খেসাড়ী, মশুর বীজ ও সার বিতরণ করেন।