সম্প্রতি গুগল ঘোষণা করেছে যে, তার সেই সব সেবা বন্ করে দেবে যেগুলো দিয়ে বিমান সংক্রান্ত বিভিন্ন তথ্য স্বয়ক্রিয়ভাবে গ্রাহকরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তারা এই চিন্তা থেকে এটি করেছে যে, ওয়েবসাইটে থাকা অন্য কোম্পানির তৈরি ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটগুলো প্রভাবিত করতে পারে। এটি একটি নিদর্শন যে, বড় বড় ভ্রমণ বিষয়ক কোম্পানিগুলো প্রতিনিয়তই প্রতিদ্বন্ধিতায় নিজেদেরকে যুক্ত করছে। এদের মধ্যে এক্সপেডিয়া ও অরবিটজ অন্যতম প্রতিষ্ঠান। সার্চ জায়ান্টটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, অচিরেই তারা ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট ডেভেলপ করা বন্ করে দেবে। কিউপিএক্স ও এপিআই সার্ভিস ২০১৮ সালের ১০ এপ্রিল তাদের নতুন গ্রহকদের তালিকাভূক্তের কাজ শেষ করবে। এই বিষয়টি তারা গ্রহকদেরকে একটি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে, তাদের ওয়েবসাইটে একটি পরিবর্তন হয়েছে। হ্যাকার নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, যদি আপনি সম্পূর্ণরুপে কিউপিএক্স এক্সপ্রেস এর এপিআই সার্ভিসটি ব্যবহার করে থাকেন তাহলে আগামী ১১ এপ্রিল ২০১৮ এর আগে বিকল্প সেবা গ্রহন করতে পারেন। তবে গুগল এপিআই সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে কোন বিকল্প হিসেবে কিছু বলেনি কিন্তু, অনেক ইজ্ঞিনিয়রা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে। সম্প্রতি আর একটি সেবা চালুর কথাও জানিয়েছে গুগল। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা উড্ডায়ন, অবতারণ ও বিমানের বিভিন্ন বিষয়ে জানতে পারবে। সূত্র : দ্য ভার্জ