জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর অভিযানে মিলেছে ৫১শ পিস গাছের গুঁড়ি। তবে এগুলোর মালিককে পাওয়া যায়নি।
রোববার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারীর রংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা এনএসআই সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১শ পিস সেগুন গাছের গুঁড়ি পাওয়া যায়।
তবে সেখানে মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন, এনএসআই এর প্রতিনিধি দল, বন বিভাগের কর্মকর্তাসহ হাটহাজারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, কিছু গাছের গুঁড়ির মার্কিং নাম্বার থাকলেও অধিকাংশ গুঁড়িতে কোনও মার্কিং নাম্বার নেই। সরকারি ক্রয়াদেশ এর বাইরে অধিকাংশ গাছের গুঁড়ির রাখার প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, এ সময় ঘটনাস্থলের আশপাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বনবিভাগকে গাছের গুঁড়িগুলো জব্দ করে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।