• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

হত্যা মামলার আসামি র‌্যাব হেফাজতে মৃত্যুতে ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ মে, ২০২৪

র‌্যাবের হেফাজতে নারী আসামির মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ মে) র‌্যাব হেডকোয়ার্টার থেকে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

সোমবার (২০ মে) থেকে আদেশটি কার্যকর হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে র‌্যাব-১৪ সিপিসি-২ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহারের বিষয়টি অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রেখা আক্তার (২০) নামে এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি নিহত নারীর (রেখা আক্তার) স্বামী তাইজুল ইসলাম মিলন ও তার মা সুরাইয়া খাতুনকে আটক করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সেখান থেকে শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় সুরাইয়া খাতুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ