• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জে জালভোট দেওয়ায় একজনের কারাদণ্ড, আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

জালভোট দেওয়ায় হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচনে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জালভোট দেওয়ায় কামাইছড়া ভোটকেন্দ্র থেকে দুর্জয় কর্মকারকে এক বছরের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে আরও দুজনকে আটক করে থানায় পাঠানো হয়।

কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রিংকু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ