• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ভুয়া আনসার সদস্যের জরিমানা, পোলিং এজেন্টের জেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমা খাতুনের পক্ষে কেন্দ্রের বুথে প্রভাব বিস্তার করার অপরাধে
সাইদুল ইসলাম নামে এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১টার দিকে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ৮৩ নম্বর চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

এর আগে সকাল ৮টায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়।

সাইদুল ইসলাম চিৎলা গ্রামের নশকর শেখের ছেলে।

জানা যায়, সাইদুল ইসলাম ভোটারদের প্রভাবিত করায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন তাকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে আনসার সদস্য সেজে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করার অপরাধে মুজিবনগরে এক প্রতারককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মুজিবনগর উপজেলার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় বায়েজিদ আল নোমান নামে এক যুবককে এ জরিমানা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ