সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়ায় গতকাল সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ৫টি দোকান পুড়ে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি ও ৫/৭ জন আহত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, দুপুর ২টার দিকে রায়দেরপাড়া খালেকের মোড়ে মামুনের তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে। এতে আগুন ধরে মুহুর্তেই মামুনের তুলার দোকান, আজাদের মুদির দোকান, বিপুলের ইলেক্ট্রিক দোকান, চাঁন মিয়ার মেকানিক্যাল ও রহিমের স্যানিটারি ঘর পুড়ে যায়। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টি নিশ্চিত করেছেন।