• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় প্রশাসন থেকে নয়টি বিষয়ে কঠোরতা ও নিষেধ জানিয়ে প্রচারনা

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন থেকে নয়টি বিষয়ে কঠোরতা ও নিষেধ জানিয়ে ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন এলাকায় মাইকিং ও নানা মাধ্যমে গত তিন দিন ধরে এ প্রচার প্রচারনা চালানো হচ্ছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের নিদের্শনা ও অনুরোধক্রমে প্রচারনা চলছে। এ বিষয়গুলো হলো-কর্তৃপক্ষের যথাযথ সনদ ও অনুমতি ছাড়া ইট ভাটা কোন অবস্থাতেই চালু করা যাবে না। এছাড়া বৈধ সনদ ছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মহাসড়কে নিষিদ্ধ বাহনের ভটভটি, রিক্সা, অটোরিক্সা ভ্যান ও সিএনজি চলানো যাবে না। স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নিবন্ধন ছাড়া ভ্যান, রিক্সা ও অটোরিক্সা ভ্যান, ভুমির বৈধ কাগজপত্র ও ট্রেড লাইসেন্স ছাড়া দোকান,গুদাম ও সমিল চালানো যাবে না। এছাড়াও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবাসিক ভবন তৈরি, কৃষি জমিতে পুকুর খনন ও পুকুর ভরাট করা যাবে না। এ নির্দেশনায় আরো রয়েছে চলমান জেএসসি ও আসন্ন পিএসসি পরীক্ষাকালীন সময়ে প্রশাসনের অনুমতি ছাড়া কোন মেলা, ধর্মীয় জালসা ও নামযজ্ঞ অনুষ্ঠান করা যাবে না। এ অনুষ্ঠান করতে হলে অনুষ্ঠানের কমপক্ষে ১৫ দিন আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুমতি পত্র সংগ্রহ করতে হবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার জানান, জনকল্যানকর এসব বিষয়গুলোর উপর গুরত্ব দিয়ে প্রচার প্রচারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ