• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা, বখাটে মাসুম আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ মে, ২০২৪

ডুমুরিয়ায় বখাটের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে মিতালী বিশ্বাস নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে রংপুর ইউনিয়নের আমভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বখাটে মাসুম মোল্যা(২১)কে আটক করেছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আমভিটা গ্রামের উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিতালী বিশ্বাস (১৫) ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী রবিবার সকালে স্কুলে টেস্ট পরীক্ষার জন্য যায়।

কিন্তু দুর্যোগ জনিত কারণে পরীক্ষা স্থগিত থাকায় মিতালী তার কয়েকজন সহপাটি বন্ধুদের সাথে স্থানীয় আমভিটা জনতা পার্কে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে ওই পার্কে একই এলাকার আলম মোল্যার ছেলে বখাটে মাসুম মোল্যা যেয়ে মিতালীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যাক্ত করতে থাকে।

তার কোন প্রস্তাবে রাজী না হওয়ায় মিতালীকে শারিরীকভাবে মারপিট করে মাসুম। এ অপমান সইতে না পেরে বাড়িতে যেয়ে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের জানিয়েছে।

আমভিটার বিজয় বিশ্বাস জানায়, মিতালীকে প্রায়ই সময় বখাটে ওই মাসুম উত্যাক্ত করে আসছে। ওই ছেলেটার কারণেই মেয়েটি আত্মহত্যার পথ বেচে নিয়েছে!

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, স্কুল ছাত্রী মিতালীকে উত্যাক্তকারী বখাটে মাসুমকে ধৃত করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ