কী ছিল সেই ছবিতে? মাস্ক আধুনিক তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তাফা কামাল আতাতুর্ক-এর স্মৃতিতে নির্মিত স্থাপনায় নিজের একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই ছবি প্রায় ১০ লাখ লাইক পেয়েছে।
শুক্রবার ছিল আতাতুর্কের ৭০তম মৃত্যুবার্ষিকী। এই ছবির সঙ্গে বিজ্ঞানের প্রতি আতাতুর্কের সম্মান কেমন ছিল তা তুলে ধরতে আতাতুর্কের একটি উদ্ধৃতি টুইট করেন মাস্ক।
ছবি- ইনস্টাগ্রাম
ছবি- ইনস্টাগ্রাম
তুরস্কে এই ভ্রমণের শুরুতে মাস্ক দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান-এর সঙ্গে করমর্দনের ছবি তোলেন। এরপর তারা দুজনে কীভাবে তুর্কি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্ক অধীনস্থ স্পেসএক্স আর টেসলা মিলে কী করতে পারে তা নিয়ে পরিকল্পনা ও আলোচনা করেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।