• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ছোটদের মজার রসায়ন

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

নূরুল ইসলাম আকন্দ

সহকারি অধ্যাপক, রসায়ন বিভাগ

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

বিষয়:মৌল

 

রসায়ন বিষয় পড়ার কথা মাথায় আসলেই মুখস্থ করার বোঝা চেঁপে বসে কারণ মুখস্থ করা খুব কঠিন কাজ কিন্তু একটু কৌশল করে পড়লে এই অসাধ্য সাধন করা সম্ভব । তাই আজ আমরা ভিন্নভাবে রসায়নের প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্ঠা করব । বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মৌলের নাম ও যোজনী মনে রাখা কিছুটা হলেও কষ্ঠসাধ্য ব্যাপার । সেই চিন্তা মাথায় রেখেই আমার ক্ষুদ্র প্রয়াস । কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক ।

নীচের ইংরেজী বাক্যগুলো পড়ে আমরা আঙুল গুনে মৌলের নাম , প্রতীক ও সিরিয়াল নম্বর শিখব । যেমন;

Hi He   Lies   Because Boys   Can   Not Operate

এই, সে মিথ্যা বলে কেননা ছেলেরা আগুনের কাজ করতে পারেনা ( অর্থাত্ রান্নার কাজ মেয়েরাই পারে)।

New   Nation   Might   Also   Sign   Power   Security   Clause

একটি নতুন জাতি গঠিত হলে তাদের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কানুন তৈরী করে ।

A     King     Can

রাজা এই নিয়ম কানুনে চুড়ান্ত স্বাক্ষর করেন ।

এখন উপরের বাক্যগুলো থেকে প্রথম ২০ টি মৌলের নাম শিখব, তাহলে মাধ্যমিক পর্যায়ে ব্যবহূত সিংহ ভাগ মৌলের প্রতীক জানা যাবে ।

উপরের বাক্যগুলোকে একসাথে করে ব্যবহূত শব্দগুলোকে আলাদা আলাদাভাবে সিরিয়াল নম্বর অনুযায়ী সাজাই । যদি দুই বা তার অধিক মৌলের নাম একই অক্ষর দিয়ে চলে আসে তবে ঐ অক্ষরের নিকটতম পরবর্তী অক্ষরটিকে small letter হিসেবে সাথে নিয়ে প্রতীক লিখতে হবে । প্রতীক হলো মৌলের ইংরেজি নামের আদ্যাক্ষর বা সংক্ষিপ্তরূপ । যেমন,

1.Hi ( H-Hydrogen),

  1. He ( He- Helium)
  2. Lies ( Li-Lithium)
  3. Because (Be- Berrilium)
  4. Boys (B- Boron)
  5. Can (C- Carbon)
  6. Not ( N- Nitrogen)
  7. Operate ( O- Oxygen)

10 . New ( Ne- Neon)

  1. Nation ( Na- Sodium যাহা গ্রীক শব্দ Natrium হতে এসেছে)

12 Might (Mg- Magnesium) 13. Also ( Al – Aluminium) 14. Sign ( Si – Slilicon)

  1. Power

( P- Phophorus)

  1. Security

(S- Sulfur)

  1. Clause ( Cl ~ Chlorene)
  2. A ( Ar- Argon)
  3. King( K- Pottasium যাহা গ্রীক শব্দ Kalium হতে এসেছে)

২০. Can ( Ca- Calcium)

এবার নীচের ছবি লক্ষ্য করি এবং প্রথমে ডান হাতের আঙুলে একে একে শব্দ গুলো উচ্চস্বরে পড়ি ।

এর পরবর্তীতে পড়ার নিয়ম হলো, এক এক করে মুখে শব্দটি বলতে হবে কিন্তু মাথায় আনতে হবে মৌলের প্রতীককে । যেমন এক নম্বরে পড়ছি হাই, তার মানে ঐ (হাইড্রোজেন) এইভাবে যখন আঙুলে ১৩ নম্বরে পড়ছি অলসো তখন মনে পড়তে হবে Al (এলুমিনিয়াম) । এইভাবে কয়েকবার অনুশীলন করলে আয়ত্বে চলে আসবে ।

এতক্ষণে আমরা মৌলের যে সিরিয়াল নম্বর পেলাম তা আর কিছুই না বরং পারমানবিক সংখ্যা ।

পরবর্তী লেখায় একই নিয়মে আমরা কিছু গুরুত্বপূর্ণ যোজনী শিখব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ