• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

বিমানবন্দ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ জুলাই, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ রাখার কেবিন থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। যেগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কিছু সময় পর ফ্লাইটটির সিটের ওপর লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণপূর্বক কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে খোলা হয়। এ সময় ৩৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। জব্দ করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ