বাবা ভারতের রাষ্ট্রপতি হওয়ায় মেয়ে স্বাথীকে বিমান সেবিকার চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। বিমান সেবিকা থেকে স্বাথীকে গ্রাউন্ড স্টাফ করা হয়েছে।
বাবা রাষ্ট্রপতি হওয়ায় মেয়ে স্বাথীতে বিমান সেবিকার পদ থেকে সরিয়ে গ্রাউন্ড স্টাফ করেছে এয়ার ইন্ডিয়া। একমাস ধরে স্বাথী দিল্লি বিমানবন্দরে ইন্টিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করছেন। এর জন্য এয়ার ইন্ডিয়া অবশ্য যথাযথ কারণও দেখিয়েছে।
বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দোর মেয়ে হওয়ার সুবাদে সর্বক্ষণ নিরাপত্তার বলয়ে থাকতে হয় স্বাথীকে। দেহরক্ষী নিয়ে কখনো বিমান সেবিকার কাজ করা যায় না। সেকারণেই তাকে উপযুক্ত পদ দেয়া হয়েছে।