• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

নড়াইলে ৯হাজার ৬৬৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জুলাই, ২০২৪

চলতি খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে জেলার ৩ উপজেলায় ৯ হাজার ৬শ’৬৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। আবাদকৃত জমিতে ২৫ হাজার ৭শ’৯৯ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীপু মজুমদার জানান, চাষকৃত জমির মধ্যে উচ্চ ফলনশীল জাতের (উফশী) ৬ হাজার ৪১০ হেক্টর, হাইব্রিড জাতের ৩৯০ হেক্টর এবং স্থানীয় জাতের ২হাজার ৮শ’ ৬৫ হেক্টর ।
উপজেলা ভিত্তিক আউশ আবাদের জমির পরিমাণ হচ্ছে নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ২শ’ ৩৫ হেক্টর, কালিয়া উপজেলায় ৩ হাজার ৫শ’ ২৫ হেক্টর এবং লোহাগড়া উপজেলায় ১হাজার ৯শ’ ৫ হেক্টর ।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ বলেন, এ জেলা আউশ ধান চাষের জন্য উর্বর ক্ষেত্র।এখানকার উৎপাদিত আউশের চাল খেতে খুব সুস্বাদু। অন্যান্য বছরের ন্যায় এবারও এ জেলায় আউশের আবাদ ভালো হয়েছে।আউশের চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আউশ ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান। সূত্র বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ