চিটাগাং চেম্বার অব কমার্স এ অনুষ্ঠিত হলো চিটাগাং আইটি মেলা ২০১৭। যার উদ্বোধন করেন চিটাগাং বিভাগীয় কমিশনার এম এ মান্নান। গত ১১ নভেম্বর শুরু হওয়া জমজমাট এই মেলায় আসুস, লেনেভো, শার্প, ব্রাদার, ভিভিটেক, কিউন্যাপ, সিসকো, টোটোলিংক, আইপি কম, ক্যাসিও, মাইক্রোনেট, মাইক্রোটিক এবং সানড্রের মত আকর্ষণীয় প্রোডাক্ট ব্র্যান্ডগুলো অংশ নেয় গ্লোবাল ব্র্যন্ড এর ব্যানারে। বন্দর নগরী চট্টগ্রাম শহরকে আরও বেশি প্রযুক্তি সমদ্ধ করতে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা ইতোমধ্যে শেষ হয়েছে। শুরু থেকে শেষ মুহুর্ত পর্যন্ত মেলায় ছিল বিপুল দর্শনার্থীদের প্রাণবন্ত সমাগম যা মেলাকে সার্থক করে তোলে।