• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

যেসব পরিবর্তন থাকছে আইফোন ১৬-এর ক্যামেরায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

সব জল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৬। যার জন্য পুরোবিশ্ব একেবারে উন্মুখ হয়ে আছে। গত বছর আইফোন ১৫ লঞ্চ হওয়ার পরই আইফোন ১৬ কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে, কেমন হবে ক্যামেরা এসব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

আইফোন ১৬-এর ক্যামেরায় নানান পরিবর্তন আসছে বলেও শোনা যাচ্ছে। আইফোন ১৬ সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন এবং ফিচারে থাকছে অনেক চমক। আইফোন ১৫ সিরিজের তুলনায় উন্নত ক্যামেরা সেনসর দেখা যাবে আইফোন ১৬ সিরিজের ফোনে। ক্যামেরা মডিউলের ডিজাইনেও পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আইফোন ১৬ সিরিজের প্রো মডেলের ক্ষেত্রে ৪৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর দেখা যাবে। আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সর যেখানে ৫এক্স অপটিকাল জুম সাপোর্ট থাকার কথা রয়েছে। ঝকঝকে, স্পষ্ট ছবি তোলা যাবে আইফোন ১৬ সিরিজের সব ফোনের সাহায্যেই।

আইফোন ১৬ সিরিজে থাকতে চলেছে অ্যাপেলের নিজস্ব এ১৮ প্রো চিপ। এছাড়াও থাকবে এআই ফিচারের সাপোর্ট। আইফোন ১৬ সিরিজের ফোনে ইউজাররা আইওএস ১৮-র সাপোর্টও পাবেন। শোনা যাচ্ছে, প্রো মডেলে নাকি ২টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। আইফোন ১৫ সিরিজে ছিল ৬ জিবি র্যাম। তবে আইফোন ১৬ সিরিজের বেস এবং প্লাস মডেলে ৮ জিবি র্যামের সাপোর্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ