ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের এলাহি মোল্লার ছেলে মালেক মোল্লা (২৮) ও কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৬)। এ ঘটনায় রিফাতের সঙ্গী উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে তামীম (১৭) গুরুতর আহত হয়েছেন। রিফাত মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রিফাত ও তামীম মোটরসাইকেলে নীলাম্বর পট্টির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলে শোল্লার দিকে আসছিলেন মালেক। পথে খতিয়া ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মালেক। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি।