বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইমরুল কায়েস। মাইলফলকের জন্য ইমরুলের প্রয়োজন ছিল ১৬ রান। রংপুরের বিপক্ষে নাজমুল ইসলাম অপুর করা অষ্টম ওভারের প্রথম বলে চার মেরে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে হাজারি রানের ক্লাবে নিজের নাম লেখান বাঁহাতি এই ব্যাটসম্যান। হাজারি ক্লাবে প্রবেশ করতে ইমরুল খেলেছেন ৪৫ ম্যাচ।
তার আগে এই কীর্তি আছে ৫ জনের। তারা হলেন, মুশফিকুর রহীম (১২৩৭), মাহমুদুল্লাহ রিয়াদ (১২২১), সাকিব আল হাসান (১০৪৪), তামিম ইকবাল (১০৫১), এনামুল হক বিজয় (১০২৪)।
হাজার রানের ক্লাবে নিজের নাম লেখাতে অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান। তার প্রয়োজন আর ২৭ রান। সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন এ পর্যন্ত করেছেন ৯৬৮ রান।