নরসিংদীর মনোহরদী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতেমদী টু সাগরদী বাইপাস সড়কের চন্দনবাড়ি ইউনিয়নের মঈষার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে আসিফ মাহমুদ (২৮) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে এমরান (২৫)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আসিফ ও এমরান মোটরসাইকেলে করে সাগরদীর দিকে যাচ্ছিল। পথে মঈষাকান্দী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।