গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন টানকড্ডা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, আর-১৫ মডেলের মোটরসাইকেল চালিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ওই যুবক। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টান কড্ডা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।