অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্স। সোমবার ক্লাবের ওয়েবসাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয় যে, তিন বছরের জন্য সাসেক্সে কোচিংয়ের দায়িত্ব পালনের জন্য সম্মত হয়েছেন ৪২ বছর বয়সী। আগামী বছরের শুরুতে তিনি দলের দায়িত্ব নেবেন।
সাসেক্সের প্রধান নির্বাহী রব এন্ড্রু বলেন, আমরা যেমন অভিজ্ঞতা সম্পন্ন প্রধান কোচ চেয়েছিলাম গিলেস্পি ঠিক তাই। ইংলিশ কাউন্টি ক্রিকেট নিয়েও তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি আমাদের একটি তরুণ প্রতিভাবান স্কোয়াড আছে শুধু একটু স্থিতিশীলতা প্রয়োজন। গিলেস্পির অভিজ্ঞতা একটি সফল দল হয়ে উঠতে সহায়ক হবে।