• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

English Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

এম এ হামিদ খান

 

সহকারী অধ্যাপক, ইংরেজি

 

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা English Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier নিয়ে আলোচনা করছি।  তোমরা জান যে, Modifier এর সাথে Determiner এবং Article এর সম্পর্ক রয়েছে।

 

 

Different types of pre modifier

 

 

1. Adjective as Premodifier: এক্ষেত্রে Adjective Noun বা Noun Phrase এর পূর্বে  Pre-modifier এর কাজ করে।

 

Example: (i) It is a unique chance.

 

(ii) Our country needs many honest workers.

 

2. Participle as Pre modifier: Participle সব সময় adjective এর কাজ করে। আবার adjective সর্বদাই Noun বা Noun   Phrase কে Modify করে। Participle (Present অথবা Past) যখন Noun এর পূর্বে  বসে তখন তা Pre-modifier এবং Participle যখন Noun এর পরে বসে তখন তা Post-modifier.

 

Example:  Present Participle:

 

                                (i) A barking dog seldom bites.

 

(ii) It is a buing question.

 

Past Participle হিসাবে:

 

(i) An educated man is respected by all.

 

(ii) We should n’t drink polluted water.

 

3. Noun as pre modifier: অনেক সময় Noun ও Noun কে Modify করে। দু’টি Noun পাশাপাশি বসে প্রথম Noun টি দ্বিতীয় Noun কে Modify করে অর্থাত্ Noun হলেও adjective এর মতো কাজ করে।  (একে Nounadjective বলে)

 

Example: (i) A boat race is always interesting.

 

(ii) A train jouey is pleasant.

 

4. Noun Adjective as pre modifier: এক্ষেত্রেও দু’টি Noun পাশাপাশি বসে। তবে প্রথম Noun টির পূর্বে একটি adjective থাকে।

 

Example: (i) Dhanbari is a busy bus station.

 

(ii) Mr. Hamid is a favorite English teacher.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ