রাঙামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির ফ্রিজ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সোনালী তালুকদার (৫৬) নামে এক নারী।
সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী। তিনি নিজ বাড়িতে সকালে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।