চলতি বছরে দুইবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর দ্বিতীয়বার রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হারের পর। এই দুই ধাক্কাতেই টালমাটাল হয়েছে দেশটির ক্রিকেট। বাংলাদেশের কাছ হারের পর জেল থেকে পাকিস্তান দলের সমালোচনায় মুখর হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বেশ কয়েকটি মামলায় এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশের কাছে হার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিশানা বানান। ইমরানের অফিসিয়াল এক্স পোস্টে বলা হয়, ‘প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে আমাদের বিব্রতকর এক হারের সাক্ষী হতে হয়েছে।
পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ইমরানের মূল্যায়ন, ‘আড়াই বছর আগে ভারতকে এই দল (পাকিস্তান) ১০ উইকেটে হারিয়েছিল। গত আড়াই বছরে এমন কী হয়েছে যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই ধসের দায় একটা প্রতিষ্ঠানের (পিসিবি) ওপরই পড়বে।’
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করে ইমরান বলেন, ‘ক্রিকেটই একমাত্র খেলা যেটা পুরো জাতি এক হয়ে টিভিতে উপভোগ করে। কিন্তু ক্ষমতাসীনরা একজন অযোগ্য এবং উপকারভোগী ব্যক্তিকে নিয়োগ দিয়ে ক্রিকেটকে ধ্বংস করেছে।’
প্রসঙ্গত, আগামী ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানের কাছে হার এড়াতে পারলেই প্রথমবার দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।