আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হওয়ার ৫৯টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে গ্যাব্রিয়েলের উইকেট ২০২টি।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানান গ্যাব্রিয়েল।
গ্যাব্রিয়েল লেখেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে ব্যাপক আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
‘সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করা।’
দীর্ঘদেহী আর শারীরিক শক্তি টেস্ট ক্রিকেটে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন গ্যাব্রিয়েল। তার বলে দুর্দান্ত গতি ও বাউন্স ছিল। যা দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে পারতেন তিনি। এজন্য ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টনি ওয়ালশ তাকে তুলনা করেছিলেন প্যাট্রিক প্যাটারসন ও ইয়ান বিশপের সঙ্গে।
গ্যাব্রিয়েল ৫৯ টেস্টে উইকেট শিকার করেছেন ১৬৬টি। এর মধ্যে ৫ উইকেট করে নিয়েছেন ৬ বার। ২০১৮ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে মিলিয়ে ১২১ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। যা ওয়েস্ট ইন্ডিজের টেস্টে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার।
২০১৯ সালে দারুণ বিপদে পড়েছিলেন গ্যাব্রিয়েল। ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে ক্ষমাও চেয়েছেন।
সর্বশেষ ২০২৩ সালে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন গ্যাব্রিয়েল। তবে ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাকোর হয়ে খেলে যাচ্ছিলেন তিনি। গেল বছর আবুধাবিতে টি-১০ লিগেও খেলেছেন এই ক্যারিবীয় পেসার।