ফিফার নৈকিকতা বিষয়ক কমিটি সংস্থাটির সাবেক তিনজন কর্মকর্তাকে ঘুষ নেয়ার দায়ে দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ করেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থায় আজীবনের জন্য নিষিদ্ধ থাকবেন। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া তিন কর্তা ব্যক্তি হলেন ফিফার অডিট কমিটির সাবেক সদস্য গুয়ামের রিচার্ড লাই, নিকারাগুয়া ফুটবল এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট জুলিও রোচা এবং ভেনেজুয়েলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল এসকুইভেই।
এই তিনজনকেই আলাদাভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট দোষী সাব্যস্ত করেছিল।-রয়টার্স।