• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ব্রেন গেম

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

রহস্যপ্রিয় মি. এলাহীর শখ দেয়ালে পারিবারিক সদস্যদের ছবি সাজিয়ে রাখা। অতিথি এলে ছবির সদস্যদের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে ভালোবাসেন। আর এই পরিচিতির সময় ধাঁধার আশ্রয় নিতে খুব আনন্দ পান। আজো তিনি তাঁর অতিথিদের একটি ছবি দেখিয়ে বললেন, আমার দুঃখ আমার কোনো ভাই বা বোন নেই। এই ছবির ভদ্রলোকের বাবা আমার বাবার ছেলে। আপনি কি বলতে পারবেন ছবিটির ভদ্রলোক মি. এলাহীর কী হন?

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর :

ক. ৩১৮৭/২৫৪৯৭ খ. ২৩৯৪/১৬৭৫৮

গ. ২৯৪৩/১৭৬৫৮ ঘ. ৬৭২৯/১৩৪৫৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ