২২ গজের মাঠে গড়াল টেস্ট ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হল। ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড।
অবশ্য ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না জো রুটের দল। ১৬৩ রান তুলতেই তারা হারিয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৯৬ রান। ইনিংসের শুরুটা আরও ভয়াবহ ছিল ইংলিশদের জন্য। দলীয় ২ রানেই অভিজ্ঞ অ্যালিস্টার কুককে (২) পিটার হ্যান্ডসকম্বের ক্যাচে পরিণত করেন গতি তারকা মিচেল স্টার্ক। এরপর অবশ্য ১২৫ রানের বিশাল জুটি উপহার দিয়ে বিপদ সামলান মার্ক স্টোনম্যান এবং জেমস ভিনস। স্টোনম্যনকে ব্যক্তিগত ৫৩ রানে বোল্ড করে দিয়ে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স। অন্যদিকে ভালোভাবেই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ভিনস। কিন্তু দুর্ভাগ্য তার।
ব্যক্তিগত ৮৩ রানে নাথান লায়নের কল্যাণে রান-আউট হয়ে যান তিনি। ১৭০ বলের ইনিংসটিতে ছিল ১২টি বাউন্ডারি। অধিনায়ক জো রুট উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। লড়াইটা ৫০ বলের হলেও কামিন্সের দ্বিতীয় শিকার হওয়ার আগে রান পেলেন মাত্র ১৫। কিন্তু দিনের শেষভাগটা দারুণ ব্যাটিং করলেন ডেভিড মালান (২৮) এবং মঈন আলী (১৩)। ২ উইকেট নিয়ে দিনের সেরা বোলার কামিন্স। প্রথম দিন শেষে দুই দলই সমান অবস্থানে আছে।