তিনি যে অন্যদের চেয়ে একটু আলাদা তা সবাই জানেন। ভারতীয় ক্রিকেটে অন্যতম শান্ত, ভদ্র ক্রিকেটারটির নাম রাহুল দ্রাবিড়। খেলা ছাড়ার পরও ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। অনূর্ধ্ব ১৯ দলের কোচ তিনি।
সেই দ্রাবিড় গিয়েছিলেন সন্তানকে নিয়ে বিজ্ঞান প্রদর্শনীতে। ভিআইপি হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়েই প্রদর্শনীতে ঢোকেন। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
ছবিতে দেখা যাচ্ছে একজন সাধারণ মানুষের মতো চুপচাপ লাইনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল। কোনও দম্ভ নেই। তিনি যে ভারতের জাতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক, তা নিয়ে কোনো বড়াই নেই।