তুমুল জনপ্রিয় অভিনেতা মান্নার ছেলে সিয়াম ইলতিমাস এবার নায়ক হিসেবেই আসছেন শিগগির। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি থেকে ছবির শ্যুটিং শুরু হবে। ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী।
কৃতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন মান্নার স্ত্রী শেলী। নির্মাতা মালেক আফসারী বলেন, আমার ‘এই ঘর এই সংসার’ ছবির গল্প অনুসারে এটি নির্মাণ করা হচ্ছে। এটাকে রিমেক ছবি বলতে পারেন।
বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন সিয়াম। আগামী মাসে দেশে ফিরবেন তিনি।
মালেক আফসারী বলেন, ছবিতে নায়কের চরিত্রে থাকছে সিয়াম। তবে নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। ইতিমধ্যেই আমরা নায়িকা খুঁজতে শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই পেয়ে যাব। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা ছবিটির শুটিং শুরু করব।