• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

আপডেটঃ : রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাতে খুলনা -বাগেরহাট মহাসড়কের বারাকপুরে মেঘনা পরিবহনকে অন্য একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায়  ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের নাম জানাতে পেরেছে পুলিশ। এরা হলেন, মো. মোহসীন হোসেন (৩৫), সবুজ শেখ(৩০), এনামুল (২৯), আসমা (৩৫) এবং ইন্দ্রজিত সরকার (৪০)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।
ট্রাফিক ইনস্পেক্টর আবু হাসান মল্লিক জানান, শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রামগামী মেঘনা বাসটি বাগেরহাটের বারাকপুর এলাকায় পৌছে যাত্রী নামানোর জন্য দাড়িয়েছিল। তখন পেছন থেকে বাগেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ধাক্কা মেঘনা পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এসময় ১৫ যাত্রী আহত হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বারাকপুরে বাস দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ১২ জনকে বাগেরহাট সদর হাসাপাতালে  এবং গুরুত্বর আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ