• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপডেটঃ : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

ভোলা প্রতিনিধি।

আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকালে শহরের ডিসি অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। র্যালী শেষ হয়ে জেলা প্রশাসক এর হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাফিন মাহমুদ,বিআরটিএ উপ পরিচালক মহসিন হোসেন,তথ্য অফিসের সহকারী পরিচালক আহসান কবির,প্রেসক্লাব এর আহবায়ক এম এ তাহের,সাবেক সভাপতি এম,হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল হাছান । এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ