• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে বিদেশী রিভলবারসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী রিভলবারসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ব্রীজ সংলগ্ন রেহাইচর ব্যাংকপাড়া এলাকাস্থ জনৈক দেলু মাল্লার আম বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী শিবগঞ্জ উপজেলার আজমতপুর-মোল্লাটোলার শাহীন আলীর ছেলে মোঃ আল মামুন (২০)। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি,  ১ টি মোবাইল সেট ১টি সীমকার্ড উদ্ধার করে।
বুধবার রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপরে শিবগঞ্জ উপজেলার আজমতপুর-মোল্লাটোলার মোঃ মনিরুল ইসলামের ছেলে ব্যবসায়ী মোঃ বরজাহান আলী (৪৫) কে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তার শ্যালক একই উপজেলার পারদিলালপুরের আব্দুর রহমানের ছেলে মোঃ নবীজুল ইসলাম (২৯) কে সাথে নিয়ে কানসাট গোপালনগর মোড় হতে রাজশাহীর একটি বাসে উঠে। পথের মধ্যে বাসটি মহানন্দা ব্রীজ টোলঘরের নিকট পৌছামাত্র বিকেল ৪টার দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বাসের গতিরোধ করে বাসের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভিকটিম মোঃ বরজাহান আলী কে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বাসের যাত্রী ও সাধারণ জনগন অস্ত্রের ভয়ে তাদের কিছু বলার সাহস পায়না। এই ঘটনার পরে ভিকটিমের শ্যালক নবীজুল সাথে সাথে বরজাহানের ছেলে মোঃ রিয়াজুলকে ফোনে অপহরণের বিষয়টি জানায়। ভিকটিমের ছেলে রিয়াজুল সাথে সাথে র‌্যাব ক্যাম্পে মোবাইল ফোনে বিষয়টি জানায়। ওই সংবাদ ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ শহর এলাকায় নিয়মিত টহলে থাকা চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত মহানন্দা টোলঘরের নিকট পৌছে আশপাশের এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা ব্রীজ সংলগ্ন রেহাইচর ব্যাংকপাড়া এলাকাস্থ আম বাগানে পৌছে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দলকে চ্যালেঞ্জ করলে তারা এলোপাথাড়ি দৌড়ে পালানোর চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী মোঃ আল মামুনকে আটক করা হয়। এসময় সন্ত্রাসী আল মামুনের দেহ তল্লাশী করে তার কোমরে গোঁজা অবস্তায় ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ভিকটিম মোঃ বরজাহান আলীকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আল মামুন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের সাথে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ