• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ নভেম্বর) জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (উঈখগঈ) সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক মহর আলী মোল্লা, জেলা সিনিয়র তথ্য কর্মমর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভায় বক্তারা শিশুদের নিরাপদ কর্মস্থান, শিশুশ্রম কীভাবে পর্যায়ক্রমে কমানো যায় সে বিষয়ে আলোকপাত করেন। শিশুরা কেন শিক্ষা গ্রহন না করে কর্মক্ষেত্রে আসে সে বিষয়টিও খতিয়ে দেখার আহবান জানানো হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ