• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

চীন ৫ হাজার ৭৫৯ কর্মকর্তাকে সাজা প্রদান

আপডেটঃ : শনিবার, ২৬ মে, ২০১৮

চীনের কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) শীর্ষ দুর্নীতি দমন বিভাগ জানায়, এপ্রিলে দলীয় মিতব্যয়িতা আইন ভঙ্গ করায় ৫ হাজার ৭৫৯ কর্মকর্তাকে সাজা প্রদান করেছে। সিপিসি এর সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন (সিসিডিআই) এর এক বিবৃতিতে বলা হয়, এ সব কর্মকর্তা ৩ হাজার ৯২২টি মামলায় অভিযুক্ত ছিল। খবর সিনহুয়া’র।
অন্যায্য ভাতা বা বোনাস গ্রহণ ছিল তাদের সচরাচর চালিয়ে যাওয়া অপকর্ম। তারা ঘুষ দেয়া-নেয়া এবং গণপরিবহনের অপব্যবহার চালিয়ে যেতো। সিসিডিআই জানায়, ১৪ হাজার ১২টি মামলায় অভিযুক্ত মোট ১৯ হাজার ৯শ’জন কর্মকর্তাকে ২০১৮ সালের প্রথম চার মাসে সাজা দেয়া হয়। সিপিসি অবাঞ্ছিত কার্যাদির অনুশীলন কমিয়ে আনার লক্ষ্যে ২০১২ সালে ৮টি কঠোর নীতিমালা প্রণয়ন করে।
সিসিডিআই প্রাদেশিক-পর্যায়ের সরকারসহ কেন্দ্রীয় দল ও সরকারি সংস্থাসমূহ, কেন্দ্রশাসিত রাষ্ট্র-মালিকানাধীন এন্টারপ্রাইজসমূহ ও কেন্দ্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহে মিতব্যয়িতা আইন প্রয়োগে মাসিক প্রতিবেদন দিয়ে থাকে। সিনহুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ