পাবনা প্রতিনিধি॥
‘সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে’ পাবনায় লালন স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সোমবার ৮ জানুয়ারি শুরু হচ্ছে দুদিন ব্যাপী লালন স্মরনোৎসব।
এউপলক্ষে রোববার দুপুরে লালন স্মৃতি পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লালন স্মরনোৎসব এর আহবায়ক জাকির হোসেন ও লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ম বারের মতো এই উৎসবের উদ্বোধনী দিনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গনের অনুষ্ঠিনে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী শফি মন্ডল। উৎসবের উদ্বোধন করবেন, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভাপতিত্ব করবেন, উৎসব কমিটির আহবায়ক জাকির হোসেন। ৯ জানুয়ারি মঙ্গলবার সঙ্গীত পরিবেশন করবেন লালন কন্যা হিসাবে সুপরিচিতা ফরিদা পারভীন। এদিন প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রিয়াজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোয়ার হোসেন জহেদী ও রুহুল আমিন রানা বিশ্বাস।