• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে পিলখানা মামলার দুই শতাধিক আসামির জামিন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৯ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি দিন ধার্য সীমান্তে কাউকে আসতে দিবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই : মির্জা ফখরুল গ্রেপ্তারি পরোয়ানা জারি সাকিব আল হাসানের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে এপিপিজি রিপোর্ট বিভ্রান্তি কর : ব্রিটিশ এমপি রূপা হক একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ইলিশ বেচবে সরকার ৬০০ টাকা কেজি দরে, যেখানে পাবেন

জামায়াতকে রক্ষার এজেন্ডা পালন করছেন ফখরুল: বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

মো: আসাদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল জামায়াত ইসলামের রক্ষক। জামায়াতকে রক্ষার এজেন্ডা পালন করছেন তিনি।

রোববার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, তখনও আপনি (ফখরুল) বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পান না। আপনি দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেন। আপনি খুনিদের আজ্ঞাবহণকারী, আপনি দুর্নীতিবাজদের রক্ষক, আপনি যুদ্ধাপরাধীদের বন্ধু হিসেবে প্রকৃতপক্ষে আপনিই বাংলাদেশবিরোধী, আপনার ভেতরে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা কিছুই দেখতে পাচ্ছে না দেশের মানুষ।

মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, আপনি রাজাকারের ছেলে হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। কিন্তু আপনি ভুলে গেছেন যে বিএনপি বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। যারা কালো আইন জারি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল। আপনি তাদের পুনর্বাসন করেছেন।

বিএনপির উদ্দেশ্যে নাছিম বলেন, যারা ধর্মের নামে অপরাজনীতি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা করেছে, তারাই এখন গণতন্ত্রের ও মানবতার কথা বলে। ১৫ বছর ধরে তারা এক দফার আন্দোলন করছে। প্রতি বছর শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্তে, কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে, তার কোনো সফলতা পায় না।

সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য ইমেলদা হোসেন দীপা ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ।

১০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন মিলে মোট ১৩ জন প্রার্থী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ