• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

ভারতে পাচারকালে জয়পুরহাটে ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাঁচবিবি উপজেলার উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, একদল চোরাকারবারি পাঁচবিবির উচনা এলাকা দিয়ে ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৬৪ টাকা। পরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ