রংপুর অফিস॥
সাংবাদিকরা দুদকের সহায়ক শক্তি, এই সহায়ক শক্তি যত বেশি শক্তিশালী হবে তত দ্রুত দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা, কেননা সামাজিক আন্দোলন গড়ে তোলে দুর্নীতির মুলৎপাটন করা সম্ভব।
বুধবার দুপুরে রংপুরে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের আয়োজনে ও দুদক রংপুর এবং আরডিআরএস এর সহযোগিতায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদক রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরদার। দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সভাপতি উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সহ-সভাপতি ড. নাসিমা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সাংবাদিক আফতাব হোসেন, বনমালি পাল, সাংবাদিক আবু তালেব। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, জাভেদ ইকবাল, সাজ্জাদ হোসেন বাপ্পি, উদয় চন্দ্র বর্মন, রেজাউল করিম জীবন প্রমুখ। দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা বিবেকের কণ্ঠস্বর, এই কন্ঠস্বর কাজে লাগিয়ে সমাজ থেকে দুর্নীতি দুর করতে দুর্নীতিবাজদের চিহিৃত করে তাদের সমাজ থেকে আলাদা করতে হবে। দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। পাশাপাশি কিভাবে সমাজ থেকে দুর্নীতি শেষ করা যায়, সে ব্যাপারে বিশদ আলোচনা হয় এবং দুর্নীতি দমন কমিশন কিভাবে এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়।