ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে একটি ম্যালওয়্যার। টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো ‘ডিগমাইন’ নামের ম্যালওয়্যারটি প্রথম শনাক্ত করেন দক্ষিণ কোরিয়ায়। প্রতিষ্ঠানটি এ বিষয়ে গ্রাহককে সতর্ক থাকতে বলেছেন।
ট্রেন্ড মাইক্রো জানায়, দক্ষিণ কোরিয়ার পরে ম্যালওয়্যারটি ভিয়েতনাম, আজারবাইজান, ইউক্রেন, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভেনিজুয়েলায় ছড়িয়ে পড়ে। বিশ্বের অন্যান্য দেশেও ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।
ট্রেন্ড মাইক্রো এক ব্লগ পোস্টে জানায়, ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন প্লাটফর্ম থেকে ব্যবহার করা হয়। যারা ডেক্সটপ কিংবা ওয়েব ব্রাউজার (ক্রোম) থেকে মেসেঞ্জার ব্যবহার করেন ‘ডিগমাইন’ শুধুমাত্র তাদেরকে আক্রমণ করছে। অন্য প্লাটফর্ম থেকে যদি মেসেঞ্জার খোলা হয় তাহলে ম্যালওয়্যারটি কাজ করছে না। এই ম্যালওয়্যারের মাধ্যমে ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়া হতে পারে বলে সতর্ক করেছে ট্রেন্ড মাইক্রো।
২০১১ সালের ৯ আগস্ট মেসেজ আদান-প্রদানের স্বতন্ত্র প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জার চালু করে শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। সূত্র :দ্য ইকোনোমিক টাইমস