রংপুর অফিস॥
জাতীয় সমাজসেবা দিবস রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় । গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় পরিচালক,পারভীন মেহতাব, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ,জেলা সিভিল সার্জডাঃ মোঃ আবু জাকিরুল ইসলামন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক , কারমাইকেলে কলেজের অধ্যাপক শাহ আলম , সাংবাদিক শুসান্ত ভৌমিক ,মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্যশোভাযাত্রা বের হয়ে নগরীল প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ডিসির কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর প্রতিবন্ধি ফাউন্ডেশন টিএলএমআই-বি,সুইড বাংলাদেশ,পায়রাবন্দ বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়,গ্রাসরুট কো-অপারেশন,দৃষ্টি সংস্থা,রংধনু,সমাধান সংস্থা,ল্যাম্ব হাসপাতাল ও রংপুর জেলা ইলেকট্রোনিক্স টেকনেসিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন,রংপুর এর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে।