পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হলো ২০১৮-২০ মেয়াদে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শমী কায়সার এবং সাধারণ সম্পাদক পদে বিগত মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল পুনরায় নির্বাচিত হয়। এছাড়াও,
সহ-সভাপতি পদে রেজাওয়ানুল হক জামী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম-সম্পাদক পদে নাছিমা আক্তার (নিশা) এবং পরিচালক পদে রাজীব আহমেদ, আশীষ চক্রবর্তী ও মো. সাহাব উদ্দিন নির্বাচিত হয়। বাংলাদেশের ই-কমার্স খাত এর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রদানের মাধ্যমে দেশের ই-কমার্স খাতের কাঙ্খিত উন্নয়ন সাধন এবং সমসাময়িক বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করার বৃহত্তর লক্ষ্য সামনে রেখে ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যাত্রা শুরু হয়েছিল। ই-ক্যাব এর বর্তমান সদস্য কোম্পানী সংখ্যা ৭০০ এর অধিক। শুরু থেকেই অ্যাসেসিয়েশন সদস্যদের সার্বজনীন স্বার্থ সমন্বয় ও অগ্রগায়ন, দেশে আস্থাশীল ও নির্ভরযোগ্য
ই-কমার্স বান্ধব পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে সরকার, ই-কমার্স উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।