গুগলের গবেষকরা গত বুধবার সিংহভাগ সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানির প্রসেসিং চিপে দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্তের তথ্য প্রকাশ করেছেন। মেল্টডাউন এবং স্কেকট্রা নামক এ দুই ত্রুটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইন্টেলের প্রসেসিং চিপসংবলিত বিভিন্ন ধরনের ডিভাইস। ইন্টেলের তুলনায় এএমডির কমসংখ্যক চিপে এ ত্রুটি শনাক্ত করা গেছে। নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, ইন্টেল করপোরেশন, অ্যাডভান্সন্ড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং এআরএম হোল্ডিংসের চিপসংবলিত ডিভাইস বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছে। তবে ইন্টেল চিপসংবলিত ডিভাইস সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। সম্প্রতি ব্রিটিশ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্টার জানায়, বেশকিছু ইন্টেল প্রসেসরে ‘মৌলিক নকশা ত্রুটি’ এবং নিরাপত্তা ত্রুটি রয়েছে। এর একদিন পরেই ইন্টেল বিষয়টি স্বীকার করে। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা জানান, ইন্টেলের চিপের নিরাপত্তা ত্রুটি এএমডিকে লাভবান করবে। এছাড়া জাপানভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং ও নিরাপত্তা প্রতিষ্ঠান মিজুহো সিকিউরিটিজের বিশ্লেষক বিজয় রাকেশ এক বিবৃতিতে জানিয়েছেন, ডাটা সেন্টার বাজারে ইন্টেলের ৯৯ শতাংশ দখল ছিল। বহুজাতিক আর্থিক তথ্য ও সফটওয়্যার কোম্পানি ফ্যাক্টসেট জানিয়েছে, ২০১৭ সালে ইন্টেলের ডাটা সেন্টার গ্রুপ পণ্য বিক্রি বাবদ ১ হাজার ৮৫০ কোটি ডলার এবং ৭৪০ কোটি ডলারের পরিচালন মুনাফা অর্জন করেছে। সূত্র: সিএনবিসি